জাকসু নির্বাচনে ১৫ হলের ভোট গণনা সম্পন্ন, ২১ পদে এগিয়ে ছাত্রশিবির

ক্যাম্পাস

ভোরের দূত ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে, যেখানে ২১টি পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। বাকি সাতটি হলের ভোট গণনা চলছে।

অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি), সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক—এই চারটি পদ ছাড়া বাকি ২১টি পদে ছাত্রশিবির এগিয়ে আছে।

ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে জিতু কিছুটা এগিয়ে আছেন। ধারণা করা হচ্ছে, শিবির সমর্থিত ভিপি প্রার্থী ক্যাম্পাসে খুব পরিচিত মুখ না হওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। তিনি শাখা শিবিরের কোনো পদেও ছিলেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, আজ দুপুর ২টার মধ্যেই সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *