মজার খেলা রাজনীতি
কর্পোরাল (অব:) আশরাফুল আলম
মজার খেলা রাজনীতি,
দেখতে অনেক চমৎকার!
নয় যোদ্ধা, নয় সমন্বয়ক—
জনতা শুধুই নিরব দর্শক।
কেউ বলে দোসর,
কেউ বা বলে সমর্থক;
ন্যায়ের কথা বললেই তবে,
অন্যের দালাল তুমি হবে।
একের বুলি অন্যের মুখে,
ঘুরে ফিরে একই কোটে।
ইট ছুঁড়লে পাটকেল খায়—
তবু নাহি লাজ্ব হয়।
হায়! হায়! হায়!
এ জাতির কি হবে উপায়?
শেষ প্রশ্ন একটাই জাগে—
দেশটা তবে কার হবে?
রাজাকারের না মুক্তি যোদ্ধার?