কোটচাঁদপুরে সংবাদকর্মীর ঘর থেকে মোবাইল চুরি, থানায় জিডি

সারাদেশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরের দৈনিক ইনকিলাব ও নবচিত্র পত্রিকার সাংবাদিকের ঘর থেকে চুরি হয়েছে দুইটি মোবাইল ফোন । এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।বুধবার রাত পৌর শহরের খোন্দকার পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আব্দুল্লাহ বাশার জানান, বুধবার দিবাগত রাত বারোটার দিকে প্রতিদিনের মতো তিনি তিনটি মোবাইল ফোন টেবিলে রাখেন। এর মধ্যে দুটি মোবাইল ফোন চার্জে দেন। রাত আনুমানিক তিনটার দিকে ঘুম ভেঙে তিনি দেখতে পান জানালার পাশে রাখা টেবিল থেকে ভিভো Y02T ও ভিভো Y01 মডেলের দুইটি মোবাইল ফোন এবং একটি চার্জার নেই। এসময় ঘরের জানালা খোলা ছিল। পরে আশেপাশে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া জিনিসপত্রের কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় তিনি কোটচাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চুরির ঘটনায় সহকর্মী সাংবাদিক রেজাউল ইসলাম বলেন, হতে পারে এটা পরিকল্পিত চুরির ঘটনা, কারণ বর্তমানে কোটচাঁদপুর উপজেলার বাশার ভাই একজন সৎ ও সাহসি সাংবাদিক “ অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার মোবাইলে থাকতে পারে , এ কারণেই হয়তোবা পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটতে পারে। একজন সংবাদকর্মীর ঘরে এভাবে চুরি হওয়া দুঃখজনক ও উদ্বেগের বিষয়। আমরা চাই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে চোরদের শনাক্ত করুক এবং চুরি যাওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করুক।”

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর বলেন, মোবাইল ফোন চুরির ঘটনায় ইতিমধ্যে অবগত হয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। চোর শনাক্ত ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পুলিশ কাজ করবে।

এদিকে স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ঘটনা বাড়তে থাকলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *