হঠাৎ বৃষ্টিতে স্বস্তি, জলাবদ্ধতায় ভোগান্তি রাজধানীবাসীর

সারাদেশ

স্টাফ রিপোর্টার: রাজধানীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের বৃষ্টিতে একদিকে যেমন ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে নগরবাসী পড়েছেন জলাবদ্ধতার ভোগান্তিতে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক জলমগ্ন হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। মিরপুর, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তিনগর, সিদ্ধেশ্বরী রোড ও মগবাজারের ওয়ারলেস রেলগেট এলাকায় পানি জমে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, আর ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ পথচারীরা।

টানা কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ শেষে সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা ১১টার দিকে বৃষ্টির পর সাময়িকভাবে আবহাওয়ায় শীতলতা নেমে আসে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জবির বলেন, “যতটুকু বৃষ্টি হয়েছে, তা ভারি বৃষ্টির মধ্যে পড়ে। তবে আজ আর নতুন বৃষ্টির সম্ভাবনা নেই। এই বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যাবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *