ভোরের দূত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়কে ‘ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয়’ হিসেবে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বিজয়ী ছাত্রশিবিরের নেতা এবং স্বতন্ত্র প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলবো। এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে।” তিনি উল্লেখ করেন, বিগত আমলে ‘শিবির ট্যাগ’ দিয়ে অসংখ্য শিবির কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছিল।
আসিফ নজরুল জানান, তিনি সবসময় এ ধরনের নির্যাতনের তীব্র প্রতিবাদ করে এসেছেন এবং এই থিমের ওপর ‘আমি আবুবকর’ নামের একটি উপন্যাসও লিখেছেন, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
নব-নির্বাচিত নেতাদের প্রতি তার অনুরোধ, যেন তারা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষকে নিয়ে একসাথে কাজ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার করুণ দশার কথা তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই গুরুতর সমস্যাগুলো দূর করতে কাজ করবেন। তিনি বলেন, “আশা করি ফ্যাসিষ্টমুক্ত এই বাংলাদেশে ঢাবি-র অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন।”