হাতিবান্ধায় শেখ সুন্দর মৌলভী পাড়ার রাস্তায় চরম দুরবস্থা

সারাদেশ

সোহাগ হোসেন শান্ত, লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ১১নং সানিয়াজান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিজ শেখ সুন্দর মৌলভী পাড়ার প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘ কয়েক মাস ধরে এই রাস্তার অবস্থা করুণ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

গ্রামের মানুষজন জানায়, এই রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব হয় না। কারও অসুস্থতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া দুরূহ হয়ে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে গত কয়েক দিনে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, হাতিবান্ধা ও পাটগ্রামের সাবেক এমপি মোতাহার হোসেনের কাছে বারবার আবেদন করেও কোনো সাড়া পাননি তারা। আশপাশের সব রাস্তাই পাকা হলেও শেখ সুন্দর মৌলভী পাড়ার এ রাস্তাটি এখনও কাঁচা রয়ে গেছে।

তারা বলেন, সাবেক এমপি তাদের দাবিকে পাত্তা দেননি এবং রাস্তা সংস্কারেও কোনো উদ্যোগ নেননি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।

বর্তমানে এলাকাবাসীর একটাই দাবি— অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত এ রাস্তা পাকা করে দেয়। তারা বলেন, “পাকা না হলেও যদি হিট (ইট) বিছানো হয়, তাহলেও কিছুটা সুবিধা হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *