আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

সারাদেশ

মো. মুনির, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় আশুগঞ্জ গোলচত্তর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। প্রায় চার ঘণ্টা চলা এ অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেটে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।

অবরোধ চলাকালে সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির আশুগঞ্জ উপজেলা সমন্বয়কারীসহ বক্তারা অভিযোগ করেন, “ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সবসময় অবহেলিত থেকেছে। এখন এই আসনে বিজয়নগরের দুটি ইউনিয়ন যুক্ত করে আশুগঞ্জবাসীর নিজস্ব প্রার্থী নির্বাচনের স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে। এটি সুস্পষ্ট ষড়যন্ত্র।”

তারা অবিলম্বে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *