ভোরের দূত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এখনো নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের স্বায়ত্তশাসন নিয়ে সোচ্চার হওয়ার পর তার বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি প্রতিটি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে একজন ভোটারকে ৪১টি ব্যালটে ভোট দিতে হচ্ছে। এ নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলে অন্তত ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
এবারের নির্বাচনে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম সংগঠনের সমন্বয়ে ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ইসলামী ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল রয়েছে।
ভিপি পদে আলোচনায় রয়েছেন একাধিক প্রার্থী। ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান, শিবির মনোনীত আবু সাদিক কায়েম, বাগছাসের আব্দুল কাদের, প্রতিরোধ পর্ষদের শেখ তাসনীম আফরোজ ইমি, অপরাজেয় ৭১–অদম্য ২৪ এর নাইম হাসান হৃদয়সহ আরও অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ভিপি প্রার্থী হয়েছেন।
ভিন্নধর্মী ইশতেহার দিয়ে আলোচনায় এসেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক।