নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে না — জিএস প্রার্থী ফরহাদ

ক্যাম্পাস

ভোরের দূত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অসঙ্গতি ও আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বুথের ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকলেও নিয়ম লঙ্ঘন করে তা অব্যাহত রয়েছে। এতে ভোটাররা বিরক্ত হলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ফরহাদ শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *