মাসুদুর রহমান রুবেল সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ফেনসিডিলের বোতল, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার বাগবাড়ী মিছারবাগ চায়না বিল্ডিং এর সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার বাগবাড়ি এলাকার আশরাফুল (৩০) ও আশুলিয়ার পূর্ব ধনাইদ এলাকার মাসুদ (৫৫)।
যৌথ বাহিনী জানায়, রবিবার রাত ৮টার দিকে আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনা টহল চলাকালে হেয়ার ফ্যাক্টরির সামনে থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় দুইজনকে আটক করে। পরে তাদের সহযোগিতায় মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক মাদক ব্যবসায়ী মাসুদকে আটক করা হয়। আটককৃত মাসুদের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, রাতে ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।