টাঙ্গাইলে নাগরপুর থানা পুলিশের অভিযানে বিদ্যুতের মালামালসহ দুই চোর আটক

অপরাধ

সোলায়মান হোসাইন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার দিবাগত মধ্যরাতে (৭ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের সমেজের বাড়ির সামনের খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদ্যুৎ ট্রান্সফরমারের ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট উদ্ধার করে পুলিশ, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *