গাইবান্ধায় হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

অপরাধ

মোঃ মাসুম পারভেজ, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার হত্যা মামলায় পলাতক আসামিকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এবং র‌্যাব-০১, ব্যাটালিয়ন সদর, উত্তরা—এই দুই ইউনিটের যৌথ অভিযানে শুক্রবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঢাকার উত্তরা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ০৬ আগস্ট সকাল ৯টার দিকে আসামিসহ কয়েকজন বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে কোদালের আঘাতে ভিকটিমকে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-১৫, তারিখ ০৭/০৮/২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঢাকার উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-০৮, প্লট-৯/এ, বন বিথী কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে ওই মামলার পলাতক আসামি মোঃ আবু বক্কর (৫০), পিতা- মৃত আবেদ আলী, সাং-পাঁচগাছি শান্তিরাম (কালিতলা), সুন্দরগঞ্জ, গাইবান্ধাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *