আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১২ ঘণ্টার সৌদি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যয় নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসের কেরালা ইউনিটের দাবি অনুযায়ী, মোদি সরকারের এই সংক্ষিপ্ত সফরে খরচ হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ টাকারও বেশি, যার মধ্যে শুধু হোটেল ভাড়াতেই ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা! এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মহারাষ্ট্রভিত্তিক মানবাধিকারকর্মী অজয় বসুদেব বোসের করা এক আরটিআই আবেদনের জবাবে।
জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট থেকে জানানো হয়, সফরের মোট সময় ছিল মাত্র ১২ ঘণ্টা, অর্থাৎ প্রতিঘণ্টায় খরচ হয়েছে গড়ে ১ কোটি ২৫ লাখ রুপি। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় সফরটি। তবে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর মোদি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন। এত স্বল্প সময়ের সফরে বিপুল ব্যয়ের খবর সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে।
কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, যখন দেশের সাধারণ মানুষ বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন প্রধানমন্ত্রীর এই রাজকীয় ব্যয় জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
কংগ্রেস নেতারা প্রশ্ন তুলেছেন—এই ‘অস্বাভাবিক’ খরচের নেপথ্যে আদৌ কোনও দায়বদ্ধতা বা জবাবদিহি আছে কি না। রাজনীতিকদের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এই খবর ঘিরে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে।