গাইবান্ধায় নিখোঁজের একদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

অপরাধ

মো. মাসুম পারভেজ, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের একদিন পর মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে বাড়ির পেছনের জমির পাশের একটি গর্ত থেকে তার মরদেহ পাওয়া যায়। নিহত মমতাজ ওই গ্রামের আব্দুল মজিদ ওরফে বাদশা মুন্সির স্ত্রী।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, স্থানীয়রা প্রথমে লাশ দেখতে পান। পরে ইউপি সদস্য একরামুল মিয়াসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ চন্দ্র বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের ছেলে গফুর, নুর আলম, সজিব ও প্রতিবেশী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

স্বজনদের দাবি, শুক্রবার থেকেই মমতাজ বেগম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে শনিবার দুপুরে বাড়ির পেছনের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *