সুন্দরবনে অস্ত্রসহ ৪ বনদস্যু আটক

অপরাধ

অনলাইন ডেস্ক: সুন্দরবনের পশুর নদী সংলগ্ন এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ চার বনদস্যুকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এই চার বনদস্যুকে আটক করা হয়। তারা ‘ছোট সুমন বাহিনী’র সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন: মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৪ রাউন্ড ফাঁকা গুলির খোসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা ছোট সুমন বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে জেলে ও বনজীবীদের মুক্তিপণের দাবিতে অপহরণ এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *