জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নিন্দা

রাজনীতি

বিশেষ প্রতিনিধি: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ে এই ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছিল, তাতে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। বিএনপি মনে করে, এটি গণতন্ত্র ও জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া একটি স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অপরিহার্য এবং কোনো দলের টিকে থাকা জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল। হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *