আকিমুল ইসলাম সাজু, কোটচাঁদপুর, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। তিনি বলেন, “মাদক মুক্ত কোটচাঁদপুর গড়া হবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। ডিজিটাল মাদক মোবাইল ফোন আসক্তি থেকে বাঁচতে হলে খেলার মাঠ ছাড়া আমাদের বিকল্প নাই।”
শুক্রবার বিকেলে কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে সাহস সেবা সংস্থার আয়োজনে প্রয়াত পৌর চেয়ারম্যান এ কে এম সিরাজুল হক সিরুমিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজশাহী বনাম খুলনা ফুটবল একাদশ।
শিমুল খান আরও বলেন, “মাদক, অনলাইন জুয়া ও মোবাইল গেম যুব সমাজকে ধ্বংস করছে। সুস্থ সুন্দর জীবন গড়ার জন্য খেলাধুলা অপরিহার্য। আগে ছেলেরা মাঠ থেকে বাড়ি ফিরতে চাইতো না, আর এখন তারা মাঠে যেতে চায় না। শিক্ষা জীবনের পাশাপাশি খেলাকে সঙ্গী করলে ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলবে।”
তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন খেলা প্রেমী মানুষ। আগামী দিনে যদি ঝিনাইদহ-৩ আসনের মানুষ আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো, ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাহস সেবা সংস্থার সভাপতি খোন্দকার শারাফৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রয়াত সিরুমিয়ার জ্যেষ্ঠ পুত্র, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ম. আমানউল্লাহ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, সাবেক কাউন্সিলর খাইরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ফুটবল খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম কবির। খেলায় রাজশাহী একাদশ ২-০ গোলে খুলনা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। এ সময় মাঠে কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।