ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করায় সড়ক অবরোধ

সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা-যশোর এবং ফরিদপুর-বরিশালসহ ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার সকাল থেকে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি নামক স্থানে অবরোধ শুরু করে। একই সময়ে হামিরদী ইউনিয়নসহ আরও কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে সড়ক অবরোধ করে রাখে।

এই আকস্মিক অবরোধের ফলে ২১ জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিক্ষুব্ধ জনগণ অবিলম্বে এই প্রশাসনিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *