বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইলে আনন্দ মিছিল ও সমাবেশ

সারাদেশ

মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে এই বিশাল র‍্যালি বের করা হয়।

মিছিলটি সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ বাজার থেকে শুরু হয়ে সরাইল গরুর বাজার পর্যন্ত আসে। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে এতে অংশ নেন। পরে সরাইল গরুর বাজারের পাশে অবস্থিত মনোয়ারা হাসপাতালের সামনে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন তারা। পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন।

সভায় আহসান উদ্দিন খান শিপন বলেন, “ফ্যাসিবাদী শক্তি এখনো ষড়যন্ত্রের জাল বুনছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের নানা কৌশল ও ষড়যন্ত্র অব্যাহত আছে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠনের লক্ষ্যে ঐক্য ও সতর্কতা বজায় রাখা জরুরি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ রকিব উদ্দিন, যুগ্ম সম্পাদক মুরাদ সর্দার, সাবেক সহ-সভাপতি আবু মুছা উসমানী মাসুক, সাবেক যুগ্ম সম্পাদক খসরু নোমান, শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক মো.হাফিজ মৈশান এবং ছাত্রদল নেতা সোহাগ মিয়া, রাফসান জানি মেজবাহ ও মুর্শেদ জামান জালালসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *