ভোরের দূত প্রতিবেদক: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করছে চার দিনব্যাপী “মানসিক স্বাস্থ্য ক্যাম্প”। আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই ক্যাম্প, যেখানে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যায় বিনামূল্যে পরামর্শ ও সহায়তা পাবেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আধুনিক জীবনযাত্রায় মানসিক চাপ, একাকিত্ব ও হতাশা ক্রমেই বাড়ছে। শিক্ষার্থীরা পড়াশোনা, সম্পর্ক বা ক্যারিয়ার নিয়ে নানা দুশ্চিন্তায় ভুগছেন। এসব বিষয় মাথায় রেখেই আয়োজন করা হয়েছে এই ক্যাম্প।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা যেসব সেবাসমূহ পাবেন, তা হলো—
- ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা
- সম্পর্কের সংকট
- মানসিক চাপ নিয়ন্ত্রণ
- Anger Issues
- ডিভাইস আসক্তি
- Self-harm বা আত্মহত্যার চিন্তা
- জীবনযাত্রার পরিবর্তন
- Insomnia
- OCD, Panic disorder, PTSD
- একাকিত্ব বা সামাজিক বিচ্ছিন্নতা
চারদিনের এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে।
১৩ অক্টোবরে কবি সুফিয়া কামাল হল (কার্জন হল), ১৪ অক্টোবর রোকেয়া হল ও শামসুন্নাহার হল (শামসুন নাহার হলের সামনে), ১৫ অক্টোবর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল, ১৬ অক্টোবর শহীদ এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল (লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট)
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলবে।
সেবা গ্রহণে আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন নিম্নলিখিত লিংকে:
https://forms.gle/SHci3gc71NHf4gqg7