আবুধাবিতে আজ আফগানদের মুখোমুখি বাংলাদেশ, ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: দীর্ঘ তিন মাস পর ওয়ানডে (ওডিআই) ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে রশিদ খানদের হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করা জাকের আলীর দল আজ মঙ্গলবার আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ দিয়েই লাল-সবুজ জার্সিতে ওডিআই অভিষেক হতে যাচ্ছে টি-টোয়েন্টি দলের আস্থার নাম সাইফ হাসানের।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবকটিই হবে আবুধাবিতে।

এখানকার চেনা কন্ডিশনে এক মাস ধরে রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানদের ওপর যে ‘অজানা আতঙ্ক’ কাজ করত, জাকের আলীর দল তা মুছে ফেলেছে। এবারের ওয়ানডে স্কোয়াডে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, ও তানভীর ইসলামের মতো খেলোয়াড়দের জন্য মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকলেও, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থা তুলনামূলক ভালো। রশিদ খানরা প্রায় আট মাস পর ওডিআই খেলতে নামছেন।

তবে ম্যাচের মূল আকর্ষণ হতে যাচ্ছেন সাইফ হাসান। যিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন টেস্ট দিয়ে, এখন টি-টোয়েন্টিতে ভরসার নাম। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে তাঁকেই দেখা যেতে পারে। নির্বাচকরা মূলত ওয়ানডের জন্যই সাইফকে ভেবে রেখেছিলেন। ১৪৫টি লিস্ট-এ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাইফ নিশ্চিতভাবেই তাঁর ওডিআই অভিষেক রাঙাতে চাইবেন।

মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসান সোহানদের নিয়ে কম্বিনেশন সাজানো হবে। লিটন দাস না থাকায় এই চারজনের একজন বাদ পড়তে পারেন।

২০২৭ বিশ্বকাপ মাথায় রেখে দুই দলই স্কোয়াডে কিছু পরিবর্তন এনেছে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরম্যান্স না করায় আফগান দল থেকে বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নায়েব ও মোহাম্মদ নুর। তাদের বোলিং আক্রমণ এবারও রশিদ খান ও মোহাম্মদ নবির স্পিননির্ভর থাকছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ডারউশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়েলিয়া খারোত ও বশির আহমাদ।

টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতেও একই লক্ষ্য নিয়ে নামছে বাংলাদেশ। যদিও দুই দলের চারটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ এখন পর্যন্ত ২-২-এ সমতায় আছে। তবে সব মিলিয়ে দুই দলের মুখোমুখিতে বাংলাদেশ এগিয়ে। ওডিআইতে বাংলাদেশের ১১টি জয়ের বিপরীতে আফগানরা জিতেছে আটবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *