শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসিতে পাঠাল ৭ নমুনা

জাতীয়

ভোরের দূত ডেস্ক: দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আজ মঙ্গলবার ইমেইলের মাধ্যমে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়ে প্রতীকটির সাতটি নমুনা চিত্র সংযুক্ত করেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসি সচিবের কাছে পাঠানো এই চিঠিতে ৩০ সেপ্টেম্বরের চিঠির জবাবে দলের অবস্থান স্পষ্ট করেছেন।

শাপলার বিকল্প নকশা: চিঠিতে এনসিপি মনে করিয়ে দিয়েছে যে, ২২ জুন নিবন্ধনের আবেদনের সময় থেকেই তারা শাপলা প্রতীক চেয়েছিল। পরবর্তীতে ৩ আগস্ট তারা শাপলার পাশাপাশি ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’-কে বিকল্প হিসেবে প্রস্তাব করে। তারা জানায়, শাপলা জাতীয় প্রতীকের হুবহু অনুলিপি নয়, বরং আলাদা নকশায় প্রদর্শনের প্রস্তাব নিয়ে তারা আলোচনায় আগ্রহী ছিল এবং আজকের চিঠিতে সাতটি নমুনার বাইরেও আলোচনায় প্রস্তুত।

বিধিমালা সংশোধনের দাবি:  উল্লেখ করে, গত ২৪ সেপ্টেম্বর তারা নির্বাচন কমিশনের কাছে বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীক তালিকাভুক্ত করে বরাদ্দ দিতে দরখাস্ত করেছিল। তাদের মতে, এই দরখাস্তগুলো অনিষ্পন্ন (অমীমাংসিত) রেখেই ইসি ৩০ সেপ্টেম্বর চিঠি প্রেরণ করে, যা বিধিসম্মত হয়নি।

এনসিপি দৃঢ়ভাবে জানিয়েছে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীকের গভীর সংযোগ তৈরি হয়েছে। দেশের মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে ৩০ সেপ্টেম্বরের চিঠিতে বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা দলের পক্ষে সম্ভব নয়।

সার্বিক বিবেচনায় এনসিপি আশা করছে, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯ (১) সংশোধন করে জাতীয় নাগরিক পার্টির অনুকূলে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *