আওয়ামীলীগ সরকারে আমলের সব চেয়ে বেশি নির্যাতন হয়েছে জিয়া পরিবার : করিব আহম্মেদ ভূইয়া

সারাদেশ

মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনে দলের মনোনয়নপ্রত্যাশী কবির আহম্মেদ ভূইয়া বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সারা দেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছিল। সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার।

সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার কসবা উপজেলা সুপার মার্কেট চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কবির আহম্মেদ ভূইয়া বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন হবে। আর এই ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত নয়, থাকতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা দূরীকরণ ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হবে।

কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফখর উদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. ইসমত আরা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *