গুপ্তছড়া ফেরিঘাটে বালিবাহী ট্রাক আটকে শিডিউল বিপর্যয় যাত্রী ও শতাধিক যানবাহন ভোগান্তিতে, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

সারাদেশ

ইলিয়াছ সুমন সন্দ্বীপ : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরি রুটে আজ সকাল থেকে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গুপ্তছড়া ফেরিঘাটে পল্টুনের সামনে বালিবাহী একটি ট্রাক আটকে যাওয়ার ফলে উভয় প্রান্তে শতাধিক যানবাহন চলাচল করতে পারেনি। এতে যাত্রীদের পাশাপাশি কাঁচামাল পরিবহনকারী গাড়িগুলো চরম ভোগান্তির শিকার হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে কয়েক লক্ষ টাকার পণ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বাঁশবাড়িয়া ঘাট থেকে ‘কপোতাক্ষ’ নামের ফেরিটি গুপ্তছড়ার উদ্দেশে ছেড়ে আসে এবং সকাল ১১টার দিকে গুপ্তছড়া ঘাটে পৌঁছে। ফেরি থেকে নামার সময় প্রথম গাড়ি হিসেবে একটি বালুবাহী ট্রাক পল্টুনের সামনে গর্তে পড়ে আটকে যায়। বহু চেষ্টা করেও গাড়িটি উঠানো সম্ভব হয়নি, ফলে ফেরিতে থাকা অন্য ১০টি যানবাহন নামতে পারেনি।

অন্যদিকে, গুপ্তছড়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা প্রায় ৩০টি ট্রাক এবং অন্যান্য যানবাহনও ওঠতে পারেনি। এতে কাঁচামাল ও অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলো ঘাটে আটকে পড়ে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১০ লক্ষ টাকার কাঁচামালের ক্ষতি হতে পারে।

তালতলী বাজারের পাইকারি ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, “আমার প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার কাঁচামাল গাড়িতে আটকে আছে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।”

ষোল শহর বাজারের ব্যবসায়ী মনু মিয়া জানান, “আমার ২ লক্ষ টাকার কাঁচা পণ্য রয়েছে। সময়মতো না পৌঁছালে সব নষ্ট হয়ে যাবে।”

এ বিষয়ে ফেরি ‘কপোতাক্ষ’-এর মাস্টার শামসুল আলম সাইফুল বলেন, “গাড়িটি না সরানো পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না। আজকের মত ফেরি সার্ভিস বন্ধ থাকছে, গাড়িটি না সরাতে পারলে আগামীকালও একই শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।”

স্থানীয়রা বলছেন, ঘাট এলাকায় দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *