শারদীয় দুর্গাপূজা বিসর্জন-২০২৫ অনুষ্ঠিত 

ধর্ম সারাদেশ

মাসুম পারভেজ:  অদ্য ২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ নাটোর পৌরসভার আয়োজনে নাটোর থানাধীন বঙ্গজল  শারদীয় দুর্গাপূজা বিসর্জন-২০২৫ এর শুভ উদ্বোধন করেন জনাব আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর এবং মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার নাটোর।

অনুষ্ঠানে জেলা প্রশাসক  মহোদয় সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপন করায় জেলা পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং নাটোরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন নাটোরে ৩৬৮ টি মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। দূর্গাপূজা ২০২৫ এর নিরাপত্তায় জেলা পুলিশের সাত শতাধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ সুপার, সেনাবাহিনী এবং আনসারকে সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। তিনি পূজা পরিষদের  সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান।

এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ আবুল হায়াত, নাটোর জেলা পুলিশ ও নাটোর জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ পূজা উদযাপন কমিটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *