শুটিং শর্তে কাজ হারাচ্ছেন দীপিকা, ফারহার কটাক্ষে ফের আলোচনায়

বিনোদন

বিনোদন ডেস্বক: লিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি জানিয়ে দিয়েছেন, তিনি শুটিংয়ে দিনে আট ঘণ্টার বেশি সময় দেবেন না। এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এবার এ প্রসঙ্গে মজা করে খোঁচা দিলেন জনপ্রিয় পরিচালক-নৃত্যশিল্পী ফারহা খান।

সম্প্রতি ব্লগিং নিয়ে ব্যস্ত ফারহা অভিনেতা রোহিত সরাফের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। রোহিতের মা-ও ক্যামেরার সামনে আসেন। ফারহার ভাষ্য, তাঁকে রাজি করাতে এত সময় লাগেনি, যতটা সময় দীপিকাকে কোনও ছবিতে রাজি করাতে লাগে।

কথোপকথনের এক পর্যায়ে দিলীপ জিজ্ঞেস করেন—দীপিকা কবে ফারহার অনুষ্ঠানে আসবেন? জবাবে ফারহা রসিকতা করে বলেন, “তুই যে দিন গ্রামে যাবি, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।”

বড় বাজেটের ছবি থেকে বাদ

সম্প্রতি সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবির ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন দীপিকা। কারণ—অভিনেত্রীর শর্ত, আট ঘণ্টার বেশি কাজ নয়, সঙ্গে পারিশ্রমিক চাই ২০ কোটি টাকা। একইভাবে বহুল আলোচিত ‘কল্কি ২৮৯৮ এডি’–র সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রযোজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ছবিতে দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিতর্কে ভাগ নিলেন নেটিজেনরাও

দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন, সুপারস্টার হওয়ায় শর্ত দেওয়ার অধিকার তাঁর আছে। অন্যদিকে অনেকে মনে করছেন, কাজের সময় সীমিত করায় তিনি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হারাচ্ছেন। নেটিজেনদের ধারণা, সময় দিতে না পারার কারণেই নির্মাতারা তাঁর বিকল্প খুঁজে নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *