জুলাই সনদ ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লামায় জামায়াতের সমাবেশ

রাজনীতি সারাদেশ

আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় জুলাই সনদ ঘোষণা ও আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর লামা মডেল মসজিদ থেকে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লামা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

লামা উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সোয়াইব। সভাপতিত্ব করেন উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।

সমাবেশে হুশিয়ারি দিয়ে বক্তারা জানান, জুলাই সনদ ঘোষণা নিয়ে সরকার গড়িমসি করছে। একটি দল জুলাই সনদ ঠেকাতে ভারতের সুরে কথা বলছে। অবিলম্বে এর ঘোষণা আসতে হবে। কেননা এই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

সমাবেশে তারা আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না। ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে বারবার পাতানো নির্বাচন করেছে। একদলীয় শাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়েছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *