রাজশাহীতে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপরাধ

রাকিবুল হোসেন শাহীন, রাজশাহী: রাজশাহীতে ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পবা থানার ছোট আমগাছী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পবা থানার ছোট আমগাছী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. কুরাইস আহম্মেদ ওরফে মনি (৫০), বেলপুকুর থানার বড় ধাধাইস এলাকার আ. রাজ্জাকের ছেলে মো. আকরাম হোসেন (৩৮) এবং কাটাখালী থানার কাপাশিয়া এলাকার মৃত হাবিববুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৫৫)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। শুধু ফেনসিডিল নয়, তারা গাঁজা, ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত কুরাইস আহম্মেদ ওরফে মনির বাড়ি তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *