পঞ্চগড়ে রাতের আঁধারে দুষ্কৃতকারীদের নাশকতায় পুড়ে গেল কৃষকের ধানক্ষেত

কৃষি ও প্রকৃতি

মেহেদী হাসান সেতু, পঞ্চগড়: পঞ্চগড়ে রাতের আঁধারে দুষ্কৃতকারীদের নাশকতায় পুড়ে গেছে এক কৃষকের স্বপ্নের ধানক্ষেত। শুক্রবার গভীর রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেপ্রীগঞ্জ গ্রামের কৃষক মো. ওবায়দুল হক বসুনিয়া দীর্ঘদিন ধরে টেপ্রীগঞ্জ মৌজার ২৫৩ নম্বর খতিয়ান ও ১৬০৯ নম্বর দাগের প্রায় ১৪ শতক জমিতে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে আমন ধানের চারা রোপণ করেন। ইতোমধ্যে ধান গাছে শীষ আসতে শুরু করেছিল। কিন্তু শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার ধানক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়।

হতাশ কৃষক ওবায়দুল হক বসুনিয়া বলেন, “সারাজীবনের পরিশ্রম আর স্বপ্নের ফসল চোখের সামনে পুড়ে যেতে দেখলাম। কে বা কারা এমন নাশকতা করল, কিছুই বুঝতে পারছি না।”

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল উপজেলা কৃষি কর্মকর্তা পরিদর্শন শেষে জানান, ধানক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।

কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *