দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকায় অবস্থিত আইন কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত আয়োজন পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হোসেন (রকি) ও সঞ্চালনা করেন, আশরাফুল ইসলাম (শাহীন)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব এড. হাবিবুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এড. শফিকুল ইসলাম, এড. বজলুর রহমান (প্রফেসর, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ),এড. ইমতিয়াজ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারজানা, নাজনীন মোস্তফা, খালেদা মুন্নি, এনামুল হক আপু, মিনহাজ শাকিল, মেজবা উদ্দিন, বিল্লাল হোসেন, মুখলেসুর রহমান, তোহিদুর রহমান, রবিউল খান, হেলেনা আক্তার, শাহ আরমান, সাইফুল মোল্লা, মোঃ মামুন ভূঁইয়া, মোঃ সোহান প্রমুখ।
এসময় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বৃক্ষরোপণ করা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর একটি পছন্দনীয় আমল। এটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধুমাত্র নির্দিষ্ট দিবসে নয়, সুযোগ পেলেই আমাদের গাছ লাগানোর চেষ্টা করা উচিত। গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়া প্রদান, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখে।
ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের একজন কর্মকর্তা জানান, গত ২০ বছরে এই কলেজ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, আলহামদুলিল্লাহ। আমরা চাই, এই ধারা বজায় থাকুক।
বর্তমান জলবায়ু সংকটের প্রসঙ্গে বক্তারা বলেন, দিন দিন গরম যেভাবে বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। বাতাস বিশুদ্ধ রাখতে ও পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করতে বৃক্ষরোপণ এখন সময়ের দাবি।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের সদস্যরা জানান, এমন একটি মহৎ উদ্যোগের অংশ হতে পেরে তাঁরা গর্বিত। তারা চান, এই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকুক এবং সকলের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে পড়ুক।
সবুজায়নের মাধ্যমে বাংলাদেশ যেন অক্সিজেনের ঘাটতি থেকে মুক্তি পায় — এই হোক আমাদের প্রত্যাশা।