ভোরের দূত ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।
ইংল্যান্ড থেকে রওনা দিয়ে আজ বেলা ১১টার দিকে তিনি দেশে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হামজা দ্রুত টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওনা হন। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলেই তার অনুশীলনে নামার কথা রয়েছে।
হংকং ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ গত ৩০ সেপ্টেম্বর থেকেই অনুশীলন শুরু করলেও, লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ত থাকায় হামজা একটু দেরিতে দলে যোগ দিলেন।
হোম ম্যাচ ছাড়াও আগামী ১৪ অক্টোবর হংকংয়ে গিয়েও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলে আবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা হামজার।
বাংলাদেশের জার্সিতে এর আগে হামজা তিনটি ম্যাচ খেলেছেন—ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। গত ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে একটি গোলও করেছিলেন তিনি। ৯ অক্টোবরের ম্যাচটি বাংলাদেশের জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হতে চলেছে।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের ৩ নম্বরে আছে। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হংকং ২ নম্বরে আছে।