নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

সারাদেশ

ভোরের দূত ডেস্ক:  জেলা পুলিশ নাটোরের আয়োজনে অদ্য ০৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার নাটোর।

পুলিশ সুপার, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয় পুলিশ লাইন্সে।

এ সময় এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, পুলিশ লাইন্স, নাটোর (আরআই) জনাব মোঃ আলাউদ্দিন ফকিরসহ অন্যান্য অফিসারও ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *