নওয়াপাড়ায় চাঁদা না দেওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায়, আটক ৩

সারাদেশ

মতিন গাজী,যশোর: যশোরের অভয়নগরে চাঁদার টাকা না দেওয়ায় একই সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাতে তাদের গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম।

আটকরা হলেন—উপজেলার চলিশিয়া গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে ইসরাফিল হোসেন (৩১), বুইকারা গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মুজিবর রহমান হাওলাদার (৬০) এবং রাজঘাট এলাকার মৃত তরিকুল শেখের ছেলে হাসান শেখ (২৫)।
পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে নওয়াপাড়া রেলস্টেশন বাজারের ‘মেসার্স বিশ্বাস ট্রেডিং’-এর মালিক জিয়াউর রহমান বিশ্বাসের কাছে এক ব্যক্তি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের নেতা সজল আহম্মেদ পরিচয়ে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে সজল ইসরাফিলকে ১,৫০০ টাকা দিয়ে বোমা তৈরির নির্দেশ দেয়।

এরপর বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ইসরাফিল দুই সহযোগীকে নিয়ে পৃথক মোটরসাইকেলে করে বিশ্বাস ট্রেডিং ও তরফদার ট্রেডিংয়ে বোমা হামলা চালায়। ‘বিশ্বাস ট্রেডিং’-এ নিক্ষিপ্ত দুটি বোমার একটি বিস্ফোরিত হয়, আরেকটি নিস্ক্রিয় অবস্থায় উদ্ধার করে পুলিশ। একই সময় ‘তরফদার ট্রেডিং’-এর সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই কর্মচারী আহত হন।

ওসি রবিউল ইসলাম জানান, “মামলা দায়েরের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই বোমা হামলার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত দুই মোটরসাইকেলের একটি উদ্ধার করা হয়েছে। প্রধান পরিকল্পনাকারী চরমপন্থী নেতা সজল আহম্মেদকে গ্রেফতারের অভিযান চলছে।”

আটকদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ঘটনার পরদিন আহত কর্মচারী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *