সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘ অধিকার আদায়ে আপোষহীন’—এমন শ্লোগানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম’-এর উদ্যোগে চট্টগ্রামের হালিশহর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে শনিবার (০৪ অক্টোবর) বিকাল ৪টায় সন্দ্বীপের ১৪ জন বিশিষ্ট ব্যক্তির স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি আবুল হাশেম আকাশ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ।
স্মরণসভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফুয়াদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন, সিনিয়র আইনজীবী আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবিদ উল্লাহ খান, আলহাজ্ব শাহ আলম, মো. মোশারেফ হোসেন, ব্যাংকার মো. আবুল কাশেম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মোসাদ্দেকুল মাওলা, সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সাবেক প্রভাষক মাহমুদুল হাসান সেলিম, মাওলানা দেলোয়ার হোসেন, ও মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ফসিউল আলম।
কবিতা পাঠ করেন সংগঠনের আজীবন সদস্য মনসুর সন্দ্বীপি।
দোয়া মাহফিল পরিচালনা করেন বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইলিয়াস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ফয়েজ উল্লাহ, সাবেক সহকারী অধ্যাপক আবু ফয়েজ মো. মোস্তফা, অ্যাডভোকেট মাহিদুল মাওলা মুকুট, সহ-সভাপতি মাকসুদের রহমান, মুহাম্মদ শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুসলিম উদ্দিন পিন্টু, লিয়াকত আলী বাবুল, জামসেদুর রহমান, আনোয়ার হোসেন, সাহেদ সারোয়ার ফয়সাল, সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদ, শামসুদ্দিন শামস, খাদেমুল ইসলাম, হেলাল আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, লিও ক্লাব সভাপতি আমজাদ হোসাইন, সমাজকর্মী রেজাউল করিম মহসিন প্রমুখ।
অনলাইনে যুক্ত ছিলেন আজীবন সদস্য মিজানুর রহমান বাবু, হেলাল উদ্দিন ও মজিবুল মাওলা।
—
যাঁদের সম্মানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে:
১. প্রফেসর ড. হাসান মোহাম্মদ (সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি)
২. প্রফেসর ড. এনায়েতুর রহমান (সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম শিক্ষাবোর্ড)
৩. অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর (সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি)
৪. প্রফেসর ড. আ ন ম আবদুল মোক্তাদির (সাবেক চেয়ারম্যান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, চবি)
৫. অধ্যক্ষ মনির আহমদ (সাবেক অধ্যক্ষ, মতিঝিল টিএন্ডটি কলেজ, ঢাকা)
৬. ডা. মোঃ সাখাওয়াত উল্যাহ (সাবেক পরিচালক, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম)
৭. মোঃ এনায়েত উল্যাহ (সাবেক সভাপতি, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম)
৮. সামছুল কিবরিয়া মিলন (সাবেক সভাপতি, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম)
৯. অধ্যাপক মোঃ আবুল বাশার (প্রতিষ্ঠাতা, মগধরা এএমবি ইসলামী একাডেমি)
১০. অ্যাডভোকেট মুহাম্মদ ইমলাক (সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ)
১১. অ্যাডভোকেট আবদুল হামিদ (সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি)
১২. অ্যাডভোকেট বাদল কান্তি দাস (সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি)
১৩. আলহাজ্ব আ ফ ম ফোরকান উদ্দিন খান (সাবেক সহকারী কৃষি কর্মকর্তা, সীতাকুণ্ড)
১৪. বীর মুক্তিযোদ্ধা নূর ছাপা দুলাল (নিবাসী: আজিমপুর)
অনুষ্ঠানে বক্তারা তাঁদের জীবনী, সমাজ ও শিক্ষাক্ষেত্রে অবদান এবং দেশপ্রেমের স্মৃতিচারণ করেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। বক্তারা এমন মহৎ ব্যক্তিদের স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।