ভোরের দূত প্রতিবেদক: লায়ন্স ইন্টারন্যাশনাল এর জন্মদিন উপলক্ষে সার্ভিস মান্থ রেলি বা শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে অক্টোবর সার্ভিস মান্থ র্যালি ২০২৫।
১লা অক্টোবর, ঢাকার আগারগাঁওয়ের রাস্তাগুলো ভরে উঠেছিল সেবা, সহমর্মিতা ও ঐক্যের প্রকৃত চেতনায়। গর্বের সাথে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ৩, বাংলাদেশ আয়োজন করেছিলো অক্টোবর সার্ভিস মান্থ র্যালি ২০২৫-২৬।
আন্তর্জাতিক সভাপতি এ. পি. সিংহের দূরদর্শী দিকনির্দেশনা এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, এমজেএফ–এর অনুপ্রেরণামূলক নেতৃত্বে, লায়ন্স ও লিওরা একত্রিত হয়ে বিশ্বকে দেখিয়েছিলো, সেবার কোনো দেয়াল নেই, সেবাই আমাদের শক্তি।
মানবতার প্রতি ভালোবাসা ও
ইতিবাচক পরিবর্তনের প্রতি তাদের অঙ্গীকার
আর গর্বিত মূলমন্ত্র: “We Serve”।