ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ডাকসু নেতৃবৃন্দের

ক্যাম্পাস রাজনীতি

ভোরের দূত প্রতিবেদক: আধিপত্যবাদ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ। ২ অক্টোবর (বৃহস্পতিবার) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের সমাধিতে কবর জিয়াররত অনুষ্ঠিত হয়।

এসময় আবরার ফাহাদসহ জুলাইয়ের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবরার ফাহাদের পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। এছাড়া শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা বরকত উল্লাহও উপস্থিত ছিলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, “শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। আমাদের প্রেরণার বাতিঘর। খুনী হাসিনার শাসনে আমাদেরকে ভারতের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক দাসত্বের মুখোমুখি হতে হয়েছিল। শহীদ আবরার ফাহাদ শোষণ, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন।”

তিনি আরও বলেন, “তাঁর দেখানো পথের ওপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে। শহীদ আবরার যে চেতনা-আকাঙ্খা লালন করত, জুলাইয়ে প্রত্যেক শহীদ ও গাজী একই আকাঙ্খা লালন করত।”

৭ অক্টোবরকে আধিপত্যবাদী দিবস ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, “শহীদ আবরার ফাহাদের এই আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *