নাজমুল হুদা, চরফ্যাশন প্রতিনিধ: ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম সাহেব আজ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে পুজামন্ডপ পরিদর্শনে যান।
চরফ্যাশন উপজেলায় ১২ টি পুজা মণ্ডপ রয়েছে। আজ সারাদিন সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সাহেব তার সফর সঙ্গীদের সাথে নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন সাবেক পৌর মেয়র আ ন ম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ। চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহান সিকদার সহ চরফ্যাশন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ। পূজা মন্ডপ আমাদের সৌন্দর্য, শৈল্পিকতা ও ভ্রাতৃত্ববোধের প্রতিচ্ছবি। এখানে এসে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি বিশ্বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের শক্তি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।”এই সময়ে প্রধান অতিথি সকল পূজা মন্ডপের কমিটিদের হাতে কিছু আর্থিক উপহার তুলে দেন, যাতে তারা আনন্দে পূজা উদযাপন করতে পারে।
