আবেগময় নতুন গান “আমায় তুমি কুড়িয়ে নিও” প্রকাশিত

বিনোদন

বিনোদন ডেস্ক: বাংলা গানের ভুবনে যুক্ত হলো নতুন আবেগঘন সৃষ্টি। গায়িকা খুশবু বিন্দু-র কণ্ঠে প্রকাশিত হয়েছে মৌলিক গান “আমায় তুমি কুড়িয়ে নিও”। গানটির লিরিক্স লিখেছেন কায়াস হোসেন, সুর করেছেন স্বয়ং খুশবু বিন্দু, আর সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।

গানটির ভিডিও এডিটিং ও কালার করেছেন আশফাকুর রহমান, পোস্টার ডিজাইন করেছেন হাসান নবিদুল। ভিডিও প্রোডাকশন করেছে ই-মিউজিক, এবং ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান।

প্রকাশ উপলক্ষে খুশবু বিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “আজ প্রকাশিত হলো আমার আরও একটি মৌলিক গান। গানটির সুন্দর লিরিকস এক অর্থে ছিনতাই করেছিলাম কায়াস হোসেনের কাছ থেকে, যার পেছনে রয়েছে এক বিশাল ইতিহাস। দুঃখিত গানটির প্রকাশে দেরি হবার জন্য। সবকিছু মিলিয়ে আমার কাছে গানটি চমৎকার লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।”

গানটি পাওয়া যাচ্ছে খুশবু বিন্দুর ইউটিউব চ্যানেল Khushbun Bindu–তে মিউজিক ভিডিও আকারে। এছাড়াও ফেসবুক, টিকটক, স্পটিফাইসহ একাধিক প্ল্যাটফর্মে শোনা যাবে গানটি।

শিল্পীর পক্ষ থেকে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গানটি শোনার আমন্ত্রণও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *