ভোরের দূত ডেস্ক: রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের সভাপতিত্বে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খাগড়ছড়ি জেলার সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে জেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ও সামাজিক শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ডাক্তার গঙ্গা মানিক জানান, আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান ও সাবেক সাংসদ জনাব ঊষাতন চাকমা জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান, প্রবারণা পূর্ণিমা এবং খাগড়ছড়ির সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে রাঙ্গামাটির সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
সভায় বক্তারা যেকোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড সম্মিলিতভাবে মোকাবেলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, কোনো মহল যেন রাঙ্গামাটির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
সভা থেকে সর্বস্তরের মানুষের প্রতি সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় এবং পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।