মিথ্যা মামলা করা ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি

আইন ও আদালত

অনলাইন ডেস্ক: কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে জেনেশুনে মিথ্যা মামলা দায়ের করলে মিথ্যা মামলার ইনফরমেন্ট/ বাদীর বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০ এর ২১১ ধারায় মামলা দায়ের করা যায়।

পেনাল কোড এর ২১১ ধারায় মিথ্যা মামলা করার অপরাধে  শাস্তি  হলো—দুই বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় ধরনের দণ্ড।

মিথ্যা মামলা কোনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সাত বছর বা তার বেশি মেয়াদের কোনো দণ্ডনীয় অপরাধ সম্পর্কে দায়ের করলে মিথ্যা মামলা দায়েরকারী  সাত বছর পর্যন্ত যেকোনো মেয়দের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। সাথে  অর্থদণ্ডও হতে পারে।

যদি কেউ আদালতে শপথ করার পরেও মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে পেনাল কোড এর  ১৯৩ ধারায় বিচারিক প্রক্রিয়ার কোনো পর্যায়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দিলে বা সাক্ষ্য বিকৃত করলে, ওই ব্যক্তি সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।

১৯৪ ধারা অনুসারে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দিয়ে বা সাক্ষ্য বিকৃত করে মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধে কাউকে দণ্ডিত করার ক্ষেত্রে জড়িত থাকলে,  যাবজ্জীবন বা দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

মিথ্যা সাক্ষ্য বা সাক্ষ্য বিকৃত করার ফলে যদি কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাহলে মিথ্যা সাক্ষ্য দানকারীকে আদালত মৃত্যুদণ্ডের শাস্তি দিতে পারেন।

মোছাঃ আইভি আকতার
এ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *