অনলাইন ডেস্ক: সুন্দর দিন খুঁজতে গেলে অনেক সময় মনে পড়ে যায় পিছনের দিনগুলোর কথা। সেই দিনগুলো হয়তো খুব বেশি ঝলমলে ছিল না, তবুও স্মৃতির পাতায় রয়ে গেছে অমূল্য সম্পদের মতো।
মানুষ সব সময়ই আগামীর স্বপ্ন দেখে, কিন্তু অতীতের দিনগুলো মনে পড়লেই বুকের ভেতর এক ধরনের নরম অনুভূতি কাজ করে। আনন্দ, দুঃখ, কষ্ট কিংবা হাসি—সব মিলিয়ে সেই দিনগুলোই আসলে আমাদের সুন্দরতম স্মৃতি।
আজকের দিনে সুখ খুঁজতে গিয়ে অনেকেই অতীতের ছোট ছোট মুহূর্তে ফিরে যান। কারণ, সেখানেই লুকিয়ে থাকে প্রকৃত আনন্দের রেশ।
সুন্দর দিন আসবে—এই আশাতেই মানুষ এগিয়ে চলে, তবে সেই সুন্দর দিনের অপেক্ষায় থেকেও মাঝে মাঝে আমরা হারিয়ে যাই অতীতের স্মৃতিতে।
আসলে সুন্দর দিন শুধু সামনে নয়, পেছনের দিনগুলোতেও লুকিয়ে থাকে, যদি মন খুলে তাকে অনুভব করা যায়।