প্রযুক্তির নতুন দিগন্তে মেটার স্মার্ট চশমা

বিজ্ঞান ও প্রযুক্তি

অনলাইন ডেস্ক: প্রযুক্তি আবারও এক ধাপ এগিয়ে গেল। আগামী ৩০ সেপ্টেম্বর বাজারে আসছে মেটার আধুনিক প্রযুক্তির স্মার্ট চশমা। ব্যবহারকারীদের জন্য এই চশমায় থাকছে ক্যামেরা, ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও স্পিকার। শুধু তাই নয়, স্মৃতিশক্তি কাজে লাগিয়ে বিশেষ সুবিধার মাধ্যমে এটি ব্যবহার করা যাবে।

চশমাটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হতে পারবেন। ভার্চুয়াল দুনিয়ার সাথে সরাসরি সংযোগের এক অনন্য মাধ্যম হিসেবে এটি প্রযুক্তিপ্রেমীদের কাছে নতুন মাত্রা যোগ করবে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেলেও আমাদের দেশের বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। প্রযুক্তি ব্যবহারে এখনও আমরা অনেকখানি পিছিয়ে। এর একটি বড় কারণ হলো—আমাদেরকে এখনও জিম্মি করে রাখা হয়েছে কাগজের বই ও পুরোনো ধারার শিক্ষা ব্যবস্থার ভেতরে।

বিশ্ব এগিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি এবং স্মার্ট ডিভাইসের যুগে। সেখানে আমাদের প্রজন্ম এখনও তথ্য প্রযুক্তির পূর্ণ ব্যবহার থেকে বঞ্চিত। ফলে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

প্রযুক্তির অগ্রযাত্রা যে অপ্রতিরোধ্য, তা নতুন এই স্মার্ট চশমার ঘোষণা আবারও প্রমাণ করল। আমাদেরও এখন দরকার সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় বিনিয়োগ, যাতে তরুণ প্রজন্ম এ ধরনের উদ্ভাবন শুধু ব্যবহারই না, তৈরি করতেও সক্ষম হয়।

বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাইলে এখনই দরকার প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া। নইলে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমরা শুধু অন্যদের এগিয়ে যাওয়া দৃশ্যই দেখবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *