ভোরের দূত ডেস্ক: পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার তালতলা চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির আল আমিন, পিআর পদ্ধতি ছাড়া এ দেশে নির্বাচন সম্ভব হবে না। বর্তমানে জামায়াতের পক্ষে জনগণের অবস্থান খুবই সুদৃঢ়। জনগণের ৫ দফা দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে পৃথিবীর ৯১ টি দেশে নির্বাচন হয়। বর্তমান যে নিয়মে নির্বাচন হচ্ছে কিয়ামত পর্যন্ত গেলেও ছোট ছোট দল গুলো সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে না। পিআর পদ্ধতির মাধ্যমে দলগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আর সংসদে কোন দল ফ্যাসিস্ট হতে পারবে না। তাই পিআর পদ্ধতির বিকল্প আর কিছুই হতে পারে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী’র সদস্য ও পদ্মা ব্যাংকের শরিয়াহ বিভাগের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট ব্যাংকার জাকারিয়া মুমিন, সাবেক আমির ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে নিয়ে উপজেলা গেটের সামন এসে জড়ো হন। পরে একযুগে মিছিলটি বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে তালতলা চত্বরে মিলিত হয়ে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।