অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি নিজের নাম জড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এই অর্থ চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।
শিল্পা শেঠি এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলছেন। তার আইনজীবী দাবি করেছেন, “আমার মক্কেল দশ বছর আগে কোনো ১৫ কোটি টাকা লেনদেন করেননি। যারা এই ধরনের ভুল তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।”
আইনজীবী আরও বলেন, “যে উৎস থেকে এই ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।”
অন্যদিকে, রাজ কুন্দ্রা অভিযোগের বিষয়ে বলেছেন, “আমি বলব, আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।”
শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা উভয়েই এই বিতর্ককে সমাধান করার জন্য আইনি পথে এগোবার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে বিষয়টি মিডিয়ার নজর ও জনসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।