ভোরের দূত ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান। অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন অনেক আগে। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন তিনি। ব্যক্তিগত কারণ উল্লেখ করে দীর্ঘ দুই যুগের সংগীতজীবনকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন এ শিল্পী। তাহসানের ভাষায়, তিনি আবারও সাধারণ জীবনে ফিরে যেতে চান।
ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া সফর
ক্যারিয়ারের আড়াই দশক পূর্তি উপলক্ষে বর্তমানে অস্ট্রেলিয়ায় সফরে রয়েছেন তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। সফরটি শুরু হয় ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে। এরপর ব্রিসবেন (৭ সেপ্টেম্বর), সিডনি (১৩ সেপ্টেম্বর), মেলবোর্ন (২০ সেপ্টেম্বর) এবং পার্থ (২৭ সেপ্টেম্বর)–এ ধারাবাহিকভাবে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই ভক্তদের ভিড় জমে।
‘লাস্ট ট্যুর, লাস্ট কনসার্ট নয়’
অস্ট্রেলিয়া থেকে সমকালকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তাহসান বলেন, “অভিনয় আগেই ছাড়লাম। এবার গান থেকেও সরে আসার চিন্তা করছি। সিদ্ধান্তটা সম্পূর্ণ ব্যক্তিগত, বিস্তারিত বলতে চাই না। অস্ট্রেলিয়ায় ট্যুরটা ভালো ছিল। তবে এটা আমার শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর।”
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা
ফেসবুক পেজে প্রায় এক কোটি অনুসারী এবং ইনস্টাগ্রামে সাড়ে তিন লাখের বেশি ভক্ত রয়েছে তাহসানের। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এতদিন যারা আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন, তাদের প্রতি আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞ।” তিনি আরও যোগ করেন, “মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সময় হয়তো আগের মতো আর লাগে না। সময় এসেছে ধীরে ধীরে সরে আসার।”
সংগীতে যাত্রা শুরু ব্ল্যাক ব্যান্ড দিয়ে
১৯৯৮ সালে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে সংগীতে আত্মপ্রকাশ করেন তাহসান। জন কবির, জাহান ও টনির হাত ধরে গড়ে ওঠা ব্যান্ডে পরে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম আমার পৃথিবী, যা দেশের তরুণ শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া ফেলে। এরপর একক শিল্পী হিসেবেও জনপ্রিয়তা পান তাহসান।
ব্যক্তিজীবনে নতুন অধ্যায়
এ বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেছেন তাহসান। ব্যক্তিজীবন ও পারিবারিক দায়িত্বও গান ছাড়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।