জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি

সন্দ্বীপ (প্রতিনিধি) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেন, “সুখী, সমৃদ্ধ, দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দাঁড়ি-পাত্তলার বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দেশে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে আপোসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

বাউরিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহেদ সারওয়ার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আলাউদ্দীন সিকদার আরও বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ আশাবাদী হয়েছিল, কিন্তু একটি মহলের রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্ষমতার লিপ্সার কারণে সেই আশা বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।” তিনি অভিযোগ করেন, “জুলাই গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি থাকলেও অন্তর্বর্তী সরকার এখন সেসব প্রতিশ্রুতি থেকে সরে আসার পথ খুঁজছে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি না দিলে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান না হলে জনগণ আবারও রাজপথে নামবে।” তিনি পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্লাহ, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাওলানা সোলায়মান চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, যুব বিভাগ সভাপতি মাকছুদুর রহমান, ছাত্রশিবির সন্দ্বীপ উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আয়াত উল্লাহ মেহরাজ, যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ আব্দুল হান্নান, আব্দুল কাদের শাহেদ, সাইমুম পরিষদ সভাপতি জহিরুল ইসলাম জন্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *