মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। দুর্গা পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জয়চন্ডী ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, ফ্রান্স প্রবাসী ও কমিউনিটি নেতা সংগঠক মোঃ সামাদ খাঁন রাজু ইউনিয়নবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সামাদ খাঁন রাজু দীর্ঘদিন থেকে নিজ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরবে কাজ করার পাশাপাশি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরবগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ, ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও কুলাউড়া শান্তি পরিষদের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন এবং ৪নং জয়চন্ডীর সচেতন সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।