ভোরের দূত ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠতেই বিশ্বের অনেক নেতা তার বক্তব্য প্রত্যাখ্যান করে হল থেকে ওয়াকআউট করেছেন। গত বছরের মতো এবারও অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা এই নীরব প্রতিবাদের মাধ্যমে নেতানিয়াহুর ভাষণ বয়কট করলেন।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই হলের মধ্যে উপস্থিত প্রতিনিধিরা আসন ছেড়ে দ্রুত বের হয়ে যান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নীরব দর্শকের মতো সেই দৃশ্য চেয়ে দেখেন। এরপর তিনি তাঁর বক্তব্য শুরু করেন।