খুলনায় টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের জন্য একটি টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। তিনি বলেন, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ বিষয়ে গুজব প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের প্রচার-প্রচারণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে।” তিনি টাইফয়েড টিকাদান বাস্তবায়নে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় গণযোগাযোগ অধিদপ্তরসহ সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও উল্লেখ করেন।

ওয়ার্কশপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মোঃ আরিফুল ইসলাম টাইফয়েড টিকাদান বিষয়ক বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হবে।

ক্যাম্পেইনের আওতায় কেসিসিসহ খুলনা বিভাগের ১০টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৮৪ হাজার ৫৭৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    • প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর): শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
    • পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর): কমিউনিটি পর্যায়ে নিয়মিত ও স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

খুলনা বিভাগে এ পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তৃতা দেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *