আওয়ামী লীগের বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই’

রাজনীতি

ভোরের দূত ডেস্ক: গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ মন্তব্য করেছেন যে, গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। শুক্রবার একটি ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তিনি আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সংগঠন’ হিসেবে উল্লেখ করে বলেন যে, জুলাই গণঅভ্যুত্থানের সময় দলটির শীর্ষ নেতারা নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি অভিযোগ করেন, কয়েকজন মন্ত্রী-এমপি আটক হলেও শেখ পরিবারের কেউ আটক হয়নি, যা প্রমাণ করে শেখ পরিবারের সদস্যরা বিপদ বুঝতে পেরে আগেই পালিয়েছিলেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখনও বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছেন। সেখান থেকেই তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে দেশে থাকা পলাতক কর্মীদের নির্দেশ দিয়ে বিপদে ফেলছেন।

তার মতে, বিদেশে থাকা নেতারা কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা না করে রাজপথে নামতে বলছেন, আর কর্মীরা “বোকার মতো” রাস্তায় নেমে “পাবলিকের মাইর খাচ্ছে” এবং আটক হচ্ছে।

সবশেষে তিনি যোগ করেন, “জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে তাই বিচারের আগে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নাই।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *